আমার চোখে বর্তমান...
আজকে সাড়ে তিনটার দিকে। উইনার বাসে করে কাওরান বাজার যাচ্ছি, বসেছিলাম বাসের একেবারে শেষের দিকে। জাফর ইকবালের ক্যাম্প বইটা পড়ছিলাম। অনেকবার পড়া, তবু পরো মনোযোগ দিয়েই পড়ছিলাম।
সাত রাস্তার মোড়ের দিকে বাস একটু স্লো চলছিল।
হঠাৎ মনে হলো বাইরে একটু হুড়োহুড়ি হচ্ছে। তাকিয়ে দেখি বাসের লোকেরা সবাই বাইরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করছে। দেখলাম ৪-৫ জন যুবকের একটি দল, একজনের হাতে একটি এনার্জি ড্রিংক্সের বোতল। বোতলটা উচুঁ করে ধরে রেখেছে আর কে জানি বলছে আগুন দে, আগুন দে...
মুহুর্তের মধ্যে আতংকের একটি স্রোত পুরো বাসের সবার মধ্যে বয়ে গেল, বুঝতে পারলাম। আমার নিজেরও মনে হল মৃত্যু বোধহয় খুব কাছেই।
সবাই একসাথে হুড়োহুড়ি করে নামার চেষ্টা শুরু করল। আমি দেখছি জানালার কি অবস্থা। এরই মধ্যে বাস ড্রাইভার জোরে টান দিল। উইনারের পেছনের অংশটায় গ্লাসের জায়গাটা বন্ধ থাকায় ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে। তবে তারা আগুন দিতে পারেনি সেটা বুঝতে পারলাম।
সবাই মনে হলো হাফঁ ছেড়ে বাচল।
এ আতংকের শেষ কোথায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।