রাজধানীর রমনা থানার একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেনের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল খন্দকার মাহবুবকে কারাগার থেকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এ সময় আসামির আইনজীবী মহসীন মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. রেজাউল করিম এ আদেশ দেন। এর আগে ৭ জানুয়ারি খন্দকার মাহবুবকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর পুলিশের দায়িত্ব পালনে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উসকানির অভিযোগে রমনা থানার এক মামলায় খন্দকার মাহবুবকে গ্রেফতার দেখানো হয়।
এদিকে হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় করা রাজধানীর মতিঝিল থানার একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন। এর আগে ১৫ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ মামলায় শিমুল বিশ্বাসের জামিনের আবেদন নাকচ করে দেন। সেই হাকিম আদালতের আদেশে ক্ষুব্ধ হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ জামিনের আবেদন করেছিলেন আইনজীবীরা।
গত ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। দিনভর তাণ্ডব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এসআই শাহজাহানসহ ১৪ জনের প্রাণহানি ঘটে। এসব ঘটনায় তিনটি হত্যাসহ ১৬টি মামলা করে পুলিশ। এ মামলাগুলোয় হেফাজত ইসলামের নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপি ও জামায়াত নেতাদেরও আসামি করে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।