আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরে বিজিবির গাড়িতে হামলা যুবদল কর্মù

চাঁদপুরে যৌথবাহিনীর গুলিতে যুবদল কর্মী ফারুক পাটওয়ারী (৩২) নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম লোদেরগাঁওয়ে এ ঘটনা ঘটে। ফারুক ওই গ্রামের আবদুর রাজ্জাক পাটওয়ারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট বোন রেণু জানান, বিকাল সোয়া ৫টায় শহর থেকে টহলরত বিজিবি ও পুলিশ সদস্যরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিকসড়ক দিয়ে ওই এলাকা অতিক্রম করছিলেন। ঘটনাস্থলে ১৮ দলের কিছু কর্মী দাঁড়িয়ে ছিলেন। যৌথবাহিনী তাদের ধাওয়া করলে অবরোধকারীরা দৌড়ে পালিয়ে যান। যৌথবাহিনী পুনরায় চলে আসার সময় নেতা-কর্মীরা পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে যৌথবাহিনী ধাওয়া এবং গুলি করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফারুক পাটওয়ারী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমদ কাজল ফারুককে মৃত বলে জানান। খবর শুনে চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মাহবুব মোল্লা ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমদ কাজল জানান, ফারুক হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার পিঠে ও বুকে গুলি বিদ্ধ হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, বিজিবি সদস্যরা মহামায়া এলাকা অতিক্রম করার সময় ১৮-দলীয় জোটের কর্মীরা বিজিবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। বিজিবি নেতা-কর্মীদের ধাওয়া করে মাঠে নামলে অবরোধকারীরা চারদিক থেকে ঘিরে ফেলেন। আত্দরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। চাঁদপুরে শাহমাহমুদপুর ইউনিয়ন এলাকায় বিজিবির গুলিতে যুবদল নেতা ফারুক পাটওয়ারী নিহত হওয়ার প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান সফিকুজ্জামান। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা জেলায় হরতাল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আ. রহিম, শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, থানা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান, শহর জামায়াতের নেতা আরিফ উল্যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.