হবিগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী সৈয়দ রুহুল ইসলাম পাভেল হত্যা মামলায় দুজনের ফাঁসি ও সমসংখ্যকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অন্য তিন আসামিকে। গতকাল দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলিপ কুমার দেবনাথ এ আদেশ দেন।
ফাঁসির আদেশ হওয়া আসামিরা হলেন- হবিগঞ্জ সদরের তেঘরিয়া গ্রামের পাভেল আহমদ (২৭) ও নারায়ণপুরের আবদুর রউফ (৩৪)। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ সদরের উত্তর শ্যামলী আবাসিক এলাকার মুসলিম কোয়ার্টারের গোলাম জিলানী (৩৯) ও একই এলাকার শাহীন মিয়া (২৪)। এ দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিশেষ কেঁৗসুলি (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, ২০১০ সালের ২৩ নভেম্বর সন্ধ্যায় পাভেল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।