আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিখাদ আনুগত্য ও ভালোবাসা ইমানের পূর্বশর্ত। এ পূর্বশর্ত থেকে এক চুল নড়ারও সুযোগ নেই। স্বয়ং আল্লাহ রাব্বুল আল-আমিন ইরশাদ করেছেন, 'আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস তবে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। '
ওই আয়াতের দ্বারা স্পষ্ট করা হয়েছে মহান স্রষ্টা আল্লাহকে ভালোবাসতে হলে তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে।
তার প্রতি অনুগত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, 'যতক্ষণ পর্যন্ত কোনো লোকের মধ্যে নিজের, নিজের পরিবার-পরিজন, সন্তান-সন্ততি এবং দুনিয়ার সব কিছু থেকে রাসূলের প্রতি ভালোবাসা বেশি হবে না, তার ইমানও পরিপূর্ণ হবে না। ' (বুখারি, মুসলিম)
আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। কীভাবে আল্লাহর ইবাদত সঠিকভাবে করা যাবে, সে পথ প্রদর্শনের জন্য আল্লাহ আখেরি জামানার উম্মতদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন।
তাঁকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া বা আল্লাহর প্রিয়জন হওয়ার কোনো অবকাশ নেই। হজরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে দীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট রয়েছে সেই ইমানের স্বাদ পেয়েছে। (মুসলিম, মিশকাত) আল্লাহর দরবারে নিজেকে ইমানদার হিসেবে উপস্থাপন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিরঙ্কুশ আনুগত্যের প্রমাণ রাখতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত।
তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের কেউই ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার কামনা-বাসনা আমার আনীত বিধানের অনুবর্তী হবে। (শারহুস সুন্নাহ, মিশকাত)
মহান আল্লাহ এবং বান্দার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেতুবন্ধন। আল্লাহর রহমত অর্জনে এ সেতুর ওপর নির্ভরশীল হতে হবে। আল্লাহ আমাদের সে তাওফিক দান করুন।
লেখক : খতিব, আল-আমিন জামে মসজিদ, খুলনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।