আমাদের কথা খুঁজে নিন

   

রোকেয়ার উপাচার্যের দুর্নীতি অনুসন্ধানে দুদক

রংপুর জেলায় দুদকের উপ-পরিচালকের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধান কাজ শুরু করেছে।
দুর্নীতি বিরোধী মঞ্চের নেতা ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মতিউর রহমান দুদক চেয়ারম্যানের দপ্তরে উপাচার্য আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন।
রংপুর জেলায় দুদকের উপ-পরিচালক আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দিনে উপাচার্যের সঙ্গে দেখা করে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে মামলা দায়ের করা হবে।
আব্দুল জলিল মিয়া বলেন, “দুদকের একটি টিম  দুইবার আমার সঙ্গে দেখা করে শিক্ষক নিয়োগ ও কর্মচারী নিয়োগসহ বেশকিছু নথিপত্র চেয়েছে। আমি তা সরবরাহের আশ্বাস দিয়েছি।” 
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে উপাচার্যের ‘দুর্নীতি ও অনিয়মের’ প্রতিবাদ এবং তার অপসারণের দাবিতে দুর্নীতি বিরোধী মঞ্চের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ ৫ জানুয়ারি থেকে আন্দোলন করছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.