আমাদের কথা খুঁজে নিন

   

ছায়া

সাদাসিদে মানুষ

দূর থেকে প্রথম দর্শন, নয়ন তারার বিজলী বিনিময়, হাতের পরশ পাওয়ার গোপন অভিলাষ, রিকশার হুড তুলে প্রস্থান- সবকিছু দেখছে আমায় ছায়া। যার ভিতর আরেক আমি। যার দায়িত্ব ছিল তোমাকে-আমাকে দেখা। উড়ো মন, লাজুক হাসি, ইতস্তত ভাবনা, জলরঙা চোখ-সবকিছু দেখে মন-ক্যানভাসে জলছবি এঁকেছে নিপুণ হাতে। তোমার সুরকল্প আমার হাতের মুঠোয়।

সময় বড্ড বেরসিক। মুহুর্তেই গায়ের জামার রঙ বদলায়। এতো রঙের ভীড়ে অসহায় আমি। তোমার রঙগুলো চিনতে অসুবিধে না হলেও, চারিপাশে অপ্রিয় রঙের তুলির আঁচড় আমাকে নিঃস্ব করে তুলছে। ক্রমশঃ আমি ধূসর হচ্ছি।

আমার ছায়া আজ শীতের তোড়ে জড়সড়। শীতের দহন হাড্ডিসারকে জ্বালিয়ে মারছে কম্পনে। ভাঙ্গা কাচঁ মুঠোয় ভরে কম্পিত হাতে সাদা দেয়ালটায় গোটা গোটা অক্ষরে এঁটে দেয়__ যারে দেখা যায় সাত পাহাড় ভেদ করে দেখা যায়, যারে দেখা যায় না কাছে থাকলেও দেখা যায় না… ১৪১১২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।