উন্নত বিশ্বের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার সমমান অর্জন করল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস বিএসইসিকে 'এ' শ্রেণীভুক্ত করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রাজিল, মালয়েশিয়াসহ বর্তমানে বিশ্বের ৯৮টি দেশের নিয়ন্ত্রক সংস্থা 'এ' শ্রেণীভুক্ত। বাংলাদেশ এ গ্রুপে উন্নীত হওয়ায় এখন 'এ' শ্রেণীভুক্ত দেশের সংখ্যা ৯৯টি। স্পেনের মাদ্রিদে অবস্থিত আইএসকোর প্রধান কার্যালয় থেকে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিএসইসিকে বি ক্যাটাগরিতে এ ক্যাটাগরিতে উন্নীত করার বিষয়টি অবহিত করা হয়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর শেয়ার-বাজারে নানাভাবে ভূমিকা রেখেছে সংস্থাটি। গত তিন বছরে বিএসইসি শেয়ারবাজারে সংস্কারমূলক যেসব পদক্ষেপ নিয়েছে তার পরিপ্রেক্ষিতে এ ক্যাটাগরিতে উন্নীত হলো। এর মধ্যে সার্ভিল্যান্স, কোম্পানি লিস্টিং, আর্থিক প্রতিবেদন, ডিমিউচুয়ালাই-জেশনসহ নানা বিষয় অন্তর্ভুক্ত করে শেয়ারবাজারকে শক্তিশালী ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিএসইসির কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।