আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের দ্বন্দ্বে আটকে গেছে জবির শ্রেö

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৩-১৪ সেশনে নতুন তিনটি বিভাগের ভর্তি কার্যক্রম শুরু হলেও এখনো শ্রেণীকক্ষই নির্মাণ হয়নি। অভিযোগ উঠেছে, নির্মাণ কাজের ভাগবাটোয়ারা নিয়ে জবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সুরাহা না হওয়ায় তা বিলম্বিত হচ্ছে। অবশ্য তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করে বলেন, ক্লাস শুরুর আগেই টিনশেট শ্রেণীকক্ষ নির্মাণ হবে।

জানা যায়, গত বছরে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি) থেকে অনুমোদন পাওয়ার পর ১৮ আগস্ট নতুন তিনটি বিভাগে চেয়ারম্যান নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিভাগগুলোর ১৬০টি আসনে আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি ও ১৫ ফেব্রুয়ারির মধ্যে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি নতুন তিনটি বিভাগের সাময়িক শ্রেণীকক্ষ নির্মাণের টেন্ডার ছাড়াই ১৫ লাখ টাকার একটি বাজেট অনুমোদন করে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কমিটি (টেক)। অভিযোগ উঠেছে, জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কে কত টাকার কাজ করবেন এ নিয়ে চূড়ান্ত ফয়সালা না হওয়ায় পিছিয়ে পড়ছে নির্মাণ কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও টেক'র আহ্বায়ক অধ্যাপক ড. সেলিম ভূঁইয়া বলেন, কাজ খুব তাড়াতাড়িই শুরু হবে। আমরা সব প্রক্রিয়া সম্পন্ন করেই কাজে হাত দিব। তবে ভর্তি সম্পন্ন হলে সাময়িকভাবে অন্যত্র ক্লাস শুরু করা হবে। নির্মাণ সম্পন্ন হলে সেখানে তা স্থানান্তর করব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.