শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত 'সমন্বিত ভর্তি প্রক্রিয়া' ফের বাতিল করেছে শাবি কর্তৃপক্ষ। বিগত বছরগুলোর মতো এবারও স্বতন্ত্র প্রক্রিয়ায় ২১ মার্চ শাবিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল অনুষ্ঠিত শাবির একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তটি সব সদস্যের উপস্থিতিতে তাৎক্ষণিক মুঠোফোনে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সাত্তারকে জানান শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়া। এদিকে ১৪ মার্চ যবিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন যবি উপাচার্য। সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হলেও তা নিয়ে সৃষ্ট জটিলতায় পরীক্ষা নিতে না পারায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে উভয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এদিকে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে যশোরের সাংবাদিকদের সঙ্গে আজ সংবাদ সম্মেলন করবেন যবি উপাচার্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।