বৃহস্পতিবার রাত ৯টার খানিকটা আগে কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা। সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে ছিল আগে থেকে।
খালেদার বাড়ি থেকে তার সঙ্গে আসা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানাই কেবল ঢুকতে পেরেছেন কার্যালয়ে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ কার্যালয়ে ঢুকতে চাইলেও পুলিশ তাদের যেতে দেয়নি।
গাড়ি থেকে নেমে গুলশানের ওই ভবনের কাছেই অপেক্ষা করছেন সেলিমা ও সুলতানা।
অফিসকর্মীদেরও পুলিশ ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
বুধবার চেয়ারপারসনের এই কার্যালয়ের সামনে পুলিশের ধরপাকড়ের বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্য কাউকে সেখানে দেখা যায়নি।
খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশের অবস্থান (বুধবারের ছবি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।