আদালতের অনুমতি নিয়েই রোববার রাতে এই তল্লাশি চালানো হয় বলে গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ডানঘেঁষা এই মানবাধিকার সংগঠনটির সেক্রেটারি আদিলুর রহমান খানের গুলশান-২ নম্বরের বাড়িতেই এর কার্যালয়। সেখান থেকে আগের দিন আদিলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ অধিকার কার্যালয়ে আধা ঘণ্টা ধরে তল্লাশি চালায়, যাদের বিরুদ্ধে হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে তথ্য বিকৃত করে প্রচারের অভিযোগ এনেছে পুলিশ।
কার্যালয় থেকে কম্পিউটারের সিপিইউ পুলিশকে নিতে দেখা যায়।
তল্লাশি অভিযানে কী পাওয়া গেছে- জানতে চাইলে সে বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন পুলিশ কর্মকর্তা নাজমুল।
তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে আদিলকে শনিবার গ্রেপ্তারের পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আদালতের অনুমতি পেয়েছে পুলিশ।
এর সঙ্গে মানবাধিকার সংগঠনটির কার্যালয়ে তল্লাশি চালানোর অনুমতিও পুলিশ নেয়।
আদিলকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংগঠনও তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে।
জামায়াত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আইনজীবী আদিল চারদলীয় জোট সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।