বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ দলের পাঁচ নেতার জামিন আবেদনের ওপরে আগামী রবিবার আদেশ দেবেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. নিজামুল হক এবং বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেন। এই পাঁচ নেতা হলেন_ ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, আবদুল আউয়াল মিন্টু ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শুনানিতে মওদুদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মিন্টুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও শিমুল বিশ্বাসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
রাজধানীতে গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়া ও বিস্ফোরক আইনে মতিঝিল থানায় দায়ের হওয়া দুই মামলায় ২৮ নভেম্বর এ পাঁচজনের জামিন নামঞ্জুর করেন মহানগর দায়রা জজ আদালত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।