আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ ঘণ্টা অবরুদ্ধ জাবি উপাচার্য

পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনকে ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারী শিক্ষকরা। গতকাল সকাল ১১টা থেকে তিনি তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। শিক্ষকদের ধর্মঘট চলাকালীন সময়ে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বেলা ১১টায় প্রশাসনিক ভবনে প্রবেশ করলে উপাচার্যকে বেলা সাড়ে ১১টা থেকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত অর্ধশতাধিক শিক্ষক। বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন।

শিক্ষক ফোরামের সদস্য সচিব অপর এক আন্দোলনকারী শিক্ষক কামরুল আহসান বলেন, উপাচার্য আমাদের ধর্মঘটকে উপেক্ষা করে নিজ কার্যালয়ে প্রবেশ করায় আমরা নিজেদের অপমানিত বোধ করি এবং এরই পরিপ্রেক্ষিতে তাকে অবরুদ্ধ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরা উপাচার্যের নিজ কার্যালয়ে সব সুযোগ-সুবিধা দেব। তবে পদত্যাগ না করা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.