১৮ দলের ডাকা চলতি সপ্তাহের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি প্রথম দিনে সারা দেশে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে গতকাল রাতে রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসে পিকেটাররা ককটেল মারলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এছাড়া বগুড়ার মোকামতলায় পিকেটারদের ধাওয়ায় দ্রুত বাস চালাতে গিয়ে তার ছাদ থেকে পড়ে ও বাসের ধাক্কায় ২ জন, ঝিনাইদহের কোটচাঁদপুরে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ইসরাইল হোসেন (২৪) নামের ছাত্রশিবিরের একজন কর্মী ও পাবনায় ট্রাকের চাপায় মাহবুল ইসলাম (৪০) নামে এক পিকেটার নিহত হয়েছে। রাজশাহীতে ধান ও ওষুধবাহী পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচন অফিসে আগুন লাগিয়ে দিয়েছে অবরোধকারীরা। এ ছাড়া সারা দেশে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগি্নসংযোগসহ নানা সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় পেট্রল বোমায় আক্রান্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এক ব্যক্তি নিহত হন। গতকাল রাত ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন চার জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আহতরা জানিয়েছেন হঠাৎ করে সুপ্রভাত নামে বাসটি লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় আগুন ধরে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফুটপাতে উঠিয়ে দেন। এতে ঘটনাস্থলেই এক জন মারা যান। নিহতের নাম হাবিবুর রহমান। তার পকেটে পরিচয়পত্র ছিল। আহতরা হলেন, মহিউদ্দিন (৪৫) এবং অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। এছাড়া রেজাউল করিম (৪০) ও এহসানুল হাসান দুইজন দগ্ধ হয়েছেন।
বগুড়া : বিকাল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় রংপুরগামী একটি বাস অবরোধ উপেক্ষা করে দ্রুত যাওয়ার সময় উপজেলার চৌকিরঘাট এলাকায় এক পথচারীকে ধাক্কা দেয়। এতে নিহত পথচারী সিরাজ উদ্দিন (৫৫) নিহত হন। এর কিছু পরে একই এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধকারী পিকেটাররা রংপুরগামী একটি কোচে ইটপাটকেল ছুড়তে থাকে। ইটের আঘাতে কোচের সামনের গ্লাস ভেঙে যায় এবং এ সময় কোচটি নিয়ন্ত্রণে চালক ব্রেক করলে ছাদে থাকা অজ্ঞাতনামা এক যুবক পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। শিবগঞ্জ মোকামতলা ফাঁড়ি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, ঢাকা-রংপুর মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। এর আগে দুপুর ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাটির মসজিদ এলাকায় অবরোধ সমর্থকরা ককটেল বিস্ফোরণ করে। সংবাদ পেয়ে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ৫ যুবককে আটক করে।
ঝিনাইদহ : কোটচাঁদপুর উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে গতকাল পুলিশের গুলিতে ইসরাইল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। জেলা শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসমাইল তাদের দলীয় কর্মী ছিলেন। তার বাবার নাম শহিদুল ইসলাম। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কর্মী ইমতিয়াজ হোসেন (২৫) গুলি বিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। একই সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে শিবির ও সেচ্ছাসেবক দল কর্মীরা যৌথভাবে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিবির ও স্বেচ্ছাসেবক দল কর্মীরা পুলিশের ওপর চড়াও হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় অবরোধকারীরা ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ করলে পুলিশও পাল্টা রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি করে। এতে গুলিবিদ্ধ হয় শিবির কর্মী ইসরাইল ও স্বেচ্ছাসেবক দল কর্মী ইমতিয়াজ হোসেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করলে বেলা সারে ১১টার দিকে ইসরাইলের মৃত্যু হয়। কোটচাঁদপুর সার্কেল (এএসপি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা : ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর চাঁদআলীর মোড়ে ১৮ দলীয় জোটের মিছিলে ট্রাক চাপা দিলে এক যুবদল কর্মী নিহত এবং ৮ জন আহত হয়। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রাকটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর চাঁদআলীর মোড়ে ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধ চলাকালে দলীয় নেতা-কর্মীরা মিছিল করছিল। এ সময় একটি ট্রাক পিছন থেকে মিছিলের ওপর তুলে দিলে ঘটনাস্থলেই ওই এলাকার মুন্নার মোড়ের খলিল উদ্দিনের ছেলে মাহবুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আরও ৮-১০ জন আহত হয় বলেও স্থানীয়রা জানান।
যশোর : বিকালে সাড়ে ৪টার দিকে যশোর-মনিরামপুর সড়কের চালকিডাঙ্গায় পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ব্যবহৃত একটি ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ সময় অবরোধকারীদের ইটের আঘাতে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম, মনিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসা নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়াও পিকেটারদের হামলায় স্থানীয় সংসদ সদস্য খান টিপু সুলতান আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে সকালে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাটে বিজিবি'র গাড়ি লক্ষ্য করে অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে বিজিবি ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে বিএনপির মিছিলে পুলিশ গুলি চালিয়েছে। এতে রিজিয়া (৩৫), নাসরিন (৩৭) ও সুলতানা (৩০) নামে বিএনপির মহিলা দলের ৩ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার জিনজিরা বাস রোডে এ ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে আশ্রাফ হোসেন খোকন, আওলাদ, ইমন ও মোবারক নামে বিএনপির চার কর্মীকে আটক করে পুলিশ।
রাজশাহী : রাজশাহীতে অবরোধকারীদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে পাঁচটি গাড়ি। এর মধ্যে চারটি ধান বোঝাই ট্রাক ও একটি ওষুধের গাড়িও ছিল। অবরোধ শুরুর আগেই শনিবার ভোর ৪টার দিকে নগরীর উপকণ্ঠে কাটাখালি পৌরসভার দেওয়ানপাড়ায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এই গাড়িগুলো পোড়ানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া : শহরের টিএ রোডে পুলিশ-বিজিবি'র সঙ্গে ১৮ দলীয় নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষকালে পুলিশের গুলিতে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ৪-৫টি ককটেল নিক্ষেপ করে।
মৌলভীবাজার : বড়লেখা উপজেলার কাঠালতলীবাজারে শিবিরের নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং একটি মোটরসাইকেলে অগি্নসংযোগ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় পুলিশ ও শিবির কর্মীদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল ইকবাল হোসেনসহ আটজন আহত হয়েছে। অপরদিকে দুপুর ১২টায় বিয়ানিবাজার ইসলামী ব্যাংকের কর্মকর্তা আবদুল মালিক ও হাফিজ মাহমুদ মোটরসাইকেলযোগে বড়লেখা বাজারে এলে শিবির সন্দেহে ছাত্রলীগ কর্মীরা দা দিয়ে কুপিয়ে আহত করে। তাদের সিলেট ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী : অবরোধকারীরা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ৪ যাত্রীকে ছুরিকাঘাত করেছে। ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার বাংলাবাজার এলাকায় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া অবরোধ সমর্থনকারীরা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে দুটি রিকশায় আগুন দিয়েছে।
জামালপুর : অবরোধ চলাকালে বিএনপি ও যুবদলের ৫ নেতা-কর্মীকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গাইবান্ধা : দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন গতকাল পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আসবাবপত্র পুড়ে যায়। উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস হাসান জানান, শনিবার নির্বাচন অফিসের দরজা এবং বারান্দার গ্রিল তালাবন্ধ ছিল। বারান্দায় চারটি চেয়ার রাখা ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ১০-১২ জনের এক দল দুর্বৃত্ত গ্রিলের ভেতরে রাখা চেয়ারে আগুন ধরিয়ে দেয়।
এদিকে পলাশবাড়ীতে গতকাল শনিবার দুই দফা ১৮ দলের কর্মীদের হামলার মুখে পড়েছেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার। তবে পুলিশ তাকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং তিনি নিরাপদে সাদুল্যাপুরে তার বাড়িতে চলে গেছেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : সকালে যুবদল ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকা রাস্তায় টায়ার ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। পরে পুলিশ এলে অবরোধকারীরা পালিয়ে যায়।
রংপুর : দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যানবাহনে আগুন দেওয়ার সময় ছাত্রশিবিরের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রশিবিরের সদস্য শফিকুল ইসলাম, শরিফুল আলম, আসাদুজ্জামান, লেবু মিয়া ও দেলোয়ার হোসেন।
সিলেট : গতকাল সকালে ঘণ্টা খানেক মিছিল-সমাবেশ করেই রাজপথ ছেড়েছেন সিলেটের ১৮ দলীয় নেতা-কর্মীরা।
গাজীপুর : জেলা বিএনপি কার্যালয়ে অগি্নসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নওগাঁ : শহরের গুরুত্বপূর্ণ মোড়সমূহে ১৮ দলের নেতা-কর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ করে।
খুলনা : সকাল থেকেই জোটের নেতা-কর্মীরা কেডি ঘোষ রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে। তবে দলীয় নেতাদের দাবি পুলিশি মারমুখী আচরণের কারণে তারা রাস্তায় দাঁড়াতে পারছে না। এদিকে অবরোধের প্রথম দিনে কার্যত অচল হয়ে পড়েছে খুলনা।
সিরাজগঞ্জ : সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল : সকাল সোয়া ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর সিএন্ডবি রোডের ঘোষ বাড়ি এলাকায় গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে মহানগর ছাত্রদল। এ সময় সেখানে ২টি ককটেল বিস্ফোরিত হয়। বিকালে নগরীর সদর রোডে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে পিকেটাররা। পুলিশ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল মান্নান ও কর্মী নান্নুকে আটক করেছে।
চাঁদপুর : ভোরে শহরের মঠখোলা এলাকায় অবরোধকারীদের হামলায় পুলিশের এসআই এবি রফিকুল ইসলাম (৫৫) মারাত্দক আহত হয়েছে। একই সময় হামলাকারীরা একটি অ্যাম্বুলেন্সও ভাঙচুর চালায়। তবে পুলিশ সেখান থেকে কাউকে আটক করতে পারেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।