আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী আজ চাঁদপুর যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মেঘনা নদীতে নৌবিহারের উদ্দেশে মতলব উত্তরে আসছেন। তবে তিনি কোনো জনসভায় উপস্থিত হবেন না। তারপরও চাঁদপুরের মতলব উত্তর-দক্ষিণ উপজেলার নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের মতলব উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন জরুরি যৌথসভা করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবিহারে মতলবের মোহনপুরে বেলা ১১টায় অবস্থান করবেন। তবে কোনো জনসভা করবেন না। মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সদরঘাটে একটি নবনির্মিত লঞ্চ উদ্বোধন করে ওই লঞ্চে তিনি মোহনপুর পর্যন্ত আসবেন। ওই সময় তিনি লঞ্চে অবস্থান করেই চাঁদপুর তথা মতলববাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে মতলববাসী আনন্দিত। মেঘনা নদীতীরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা জনসমাগম করব প্রধানমন্ত্রীর শুভদৃষ্টি আকর্ষণে। যাতে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার উন্নয়ন করা সম্ভব হয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.