চিলড্রেন ইন্ডিয়ার আয়োজনে আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে পাঁচ দিনের ৯ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এতে ৪০টি দেশের দেড়শ ছবির প্রদর্শনী হবে। উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে পাঁচটি প্রামাণ্যচিত্র। এগুলো হলো শহীদুজ্জামান বাদলের 'কুলি' ও 'একজন আলী', সামির ফারুকের 'জীবনের তাগিদে যুদ্ধ', অ্যাডভোকেট নজরুল ইসলাম চৌধুরীর 'স্ট্রিট হকার অব নিউজপেপার', কামারুজ্জামান মিতার 'সোনালি ধানের হাসি'। উৎসবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের চার নির্মাতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।