নরসিংদীতে যুবতী, ঝিনাইদহে প্রবাসী, সিরাজগঞ্জে মোটরসাইকেল চালক, সরাইলে গৃহবধূ, রাজবাড়ীতে তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাছাড়া বদরগঞ্জে পুরনো কবর থেকে শিশু, নোয়াখালী ও চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে গাইবান্ধায় পৃথক ঘটনায় গৃহবধূসহ মারা গেছেন দুজন। নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে শ্বাসরোধ করে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আফাজ উদ্দিনের মেয়ে আফিয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী নজরুলকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। ঝিনাইদহ : সদর উপজেলার পান্তাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম নামের এক প্রবাসী যুবককে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল সন্ধ্যায় নবগঙ্গা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সিরাজুল একই গ্রামের আদিল উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে শ্রী নয়ন সরকার নামে এক মোটরসাইকেল চালককে ছিনতাইকারীরা শ্বাসরোধে হত্যা করেছে। তিনি উপজেলার বিনোদপুর গ্রামের শ্রী নীরেন সরকারের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে শিরিন আক্তার নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশ উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নাথপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করে। রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সাভার গ্রামে নিপা খাতুন নামের এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ তার বাড়ির সামনে থেকে তরুণীর লাশ উদ্ধার করে। নিপা খাতুন একই গ্রামের মনিরউদ্দিনের মেয়ে। এদিকে, পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামে রেশমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন ঘুনুরঘাট এলাকার একটি পুরানো কবর থেকে গত শুক্রবার রাতে জান্নাতুল ইসলাম নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার আবুল কাশেমের ছেলে। নোয়াখালী : নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর ও শ্রীপুর সীমান্তবর্তী এলাকার শ্রীপুর বাঁধের পাশের পরিত্যক্ত মনু মিয়ার মাছের পুকুর থেকে গতকাল দুপুর ২টার দিকে মাঈন উদ্দিন ওরফে জাপানি সুজন নামে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. সুজন পৌরসভার শ্রীপুরের আবুল কালামের ছেলে। মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাই উপজেলায় মিনহাজ উদ্দিন ইমন নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের বাবা দেলোয়ার হোসেন দেলু ও নিহতের ভাই নিশান হোসেনকে আটক করেছে। তবে তার মা নিশু আক্তার পলাতক রয়েছে। গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমিদপুর গ্রামে গতকাল রাশেদা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত মাহবুবুর খন্দকার মিস্ত্রী চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার মারা গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।