আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তবের রঙ্গরস (১৮+..... + .......নারী বাদীদের প্রবেশ নিষেধ)

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত !


নারায়ণগঞ্জের এক নামকরা টেক্সটাইলে সদ্য জয়েন করা আমার এক বন্ধুর মুখ হতে শোনা...........

জয়েন করার মাস খানেকের মধ্যেই ঐ টেক্সটাইলের এম.ডি এর সাথে আমার বন্ধুর বেশ ফ্রি সম্পর্ক গড়ে উঠে। এম.ডি এর বয়স প্রায় ৪০ বছর। কিন্তু তিনি বিয়ে করেন নি। তো আমার ঐ বন্ধুকে তার বাকি কলিগরা বলে আমরা তো অনেক ট্রাই করলাম বুঝাবার যে তার বিয়ে করা উচিত কিন্তু তা তো শুনেই না, তুমি কিছু কর যদি পার। বন্ধুটি এম.ডির সাথে বেশ কিছু অন্যান্য বিষয়ে আলাপ করে বিয়ের বিষয়ে এলো। অনেক ক্ষণ যুক্তি তর্ক শেষে যখন কেউ কোন সিদ্ধান্তে পৌছতে পারলো না। তখন এম.ডি এমন একটা কথা বললো যা শুনে ব্যর্থ হয়ে বন্ধুটি ফিরে এলো.............

কি বলেছিল এম.ডি? বলেছিলো......... "বাজারে যদি ৫ টাকা কেজি গরুর দুধ পাওয়া যায় তবে, ৫০০ টাকায় গাভী কিনবো কেন?

বন্ধুটি তখন উত্তর দিয়েছিল .......... আপনি কি নিশ্চিত যখন আপনার গরুর দুধের দরকার হবে তখনই বাজারে তা পাওয়া যাবে?



 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.