আমাদের কথা খুঁজে নিন

   

শীতে রংপুরে ১৪ শিশুর মৃত্যু কুয়াশায় জনজীব

তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে রংপুরের মানুষ। ঘন কুয়াশায় চট্টগ্রামে বিমান ও বরিশালে লঞ্চ চলাচল বাধাগ্রস্ত হয়েছে। নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর_

রংপুর : তীব্র শীতের কামড়ে কাহিল হয়ে পড়েছে রংপুরের মানুষ। ঘন কুয়াশায় অবরুদ্ধ জনজীবন। তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না। বিকালের পর থেকে হিমেল হাওয়া গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। সন্ধ্যার আগেই মানুষ ঘরমুখী হচ্ছে। শীতের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে ভাসমান ও তিস্তাপাড়ের মানুষ। শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে তারা। তীব্র শীতের কারণে অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ১৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৪ শিশু। এদের বয়স ২ ঘণ্টা থেকে ২ বছর। বর্তমানে আরও ১০০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এদের বেশির ভাগই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত। এদিকে রংপুর আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আতিকুর রহমান জানান, তিন দিন ধরে সর্বনিম্ন ১২ ও সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ৭-৮ ডিগ্রিতে নেমে আসবে বলে আভাস দেন এই আবহাওয়াবিদ।

চট্টগ্রাম : ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে বিমানের শিডিউল বিঘ্ন হয়েছে। ফলে সকালের দিকে নির্ধারিত চারটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। সোয়া ১০টার দিকে ফের বিমান চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল : ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো গতকাল নির্ধারিত সময়ের ৪-৫ ঘণ্টা পর বরিশাল ঘাটে পেঁৗছায়। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সুন্দরবন-৭, কীর্তনখোলা-২, পারাবত-৯ ও দ্বীপরাজ লঞ্চ ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা করে। গতকাল সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে লঞ্চগুলো বরিশাল নৌবন্দরে পেঁৗছায়।

মানিকগঞ্জ : ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাড়ে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আট শতাধিক যানবাহন আটকা পড়ে। কনকনে শীতে দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও শ্রমিকরা। ভোর ৬টার দিকে কুয়াশার পরিমাণ আরও বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়।

জামালপুর : জামালপুরে শীতজনিত রোগে গতকাল এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ছাড়া টানা তিন দিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.