আজ হাজির হলাম কিছু প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে যারা ব্লগিং করেন আর নিজের ওয়ার্ডপ্রেস ব্লগ আছে তারা যানেন প্লাগিন কি দরকার আপনি যদি ওয়েব ডেভলপার হয়ে থাকেন তাহলে আমার দেয়া ওয়ার্ডপ্রেস প্লাগিনগুলো আপনার অনেক কাজে দেবে । এখনই ডাউনলোড করে নিন কারন ডাউনলোড লিঙ্ক বেশিক্ষন থাকে না।
রেভুলিউশন স্লাইডার :
আপনি যদি চমৎকার স্লাইডার তৈরি করতে চান তাহলে এই প্লাগিন এর বিকল্প নেই ব্যাবহার করলে বা ডেমো দেখলেই বুঝতে পারবেন
ভিসুয়াল কম্পোসার :
এটি একটি ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার। পূরো ওয়েবসাইটাই তৈরি করতে পারবেন এর দারা এটি অনেক জনপ্রিয় এবং ভালো প্লাগিন। এতে রয়েছে ৪০ টির উপরে কন্প্রটেন্ট ইলিমেন্ট, রেসপন্সিভ লেয়াউট ও অনেক কিছু।
প্রায় ২৫ হাজার ওয়েবসাইট ইতিমধ্যে এটি ব্যাবহার করছে।
লেয়ার স্লাইডার :
এটি ও একটি স্লাইডার প্লাগিন। এর দারা তৈরি করতে পারবেন সম্পূর্ন রেসপনসিভ স্লাইডার, এর দ্বারা স্লাইডার এ ভিডিও ও যোগ করতে পারবেন।
সোসাল লগিন :
যারা ব্লগ এ সোসাল লগিন ও রেজিস্ট্রেসন এড করার কথা ভাবছেন অথবা জান্রেইন ব্যাবহার করছেন তাদের এই প্লাগিন টি অনেক কাজে দেবে।
এস ই ও প্রসেসর :
এটি প্রমিয়াম এস ই ও প্লাগিন
পোস্টটি সরবপ্রথম টেকসময় ব্লগ এ প্রকাশিত।
আমাদের ব্লগ এ আমন্ত্রন রইল। আমাদের ফেসবুক পেজ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।