আমাদের কথা খুঁজে নিন

   

বালক / বালিকারা, সরব হও ৷ বল " রানী তোর কাপড় কোথায় ?"



ইদানিং দেশনেত্রীদের কথা ও কর্ম সমূহ পর্যবেক্ষণ করিয়া ইহাই প্রতীয়মান হয় যে তাহারা গল্পের সেই রাজার মত আচরণ করতিছেন ৷ রাজ দর্জি সে রাজাকে এমন এক সূক্ষ ও দামী কাপড় পরিধান করাইআছেন যাহা শুধু মাত্র গেঞানী লোকরাই দেখিতে পায়, মূর্খরা তাহা দেখিবে না ৷ স্তাবকরা হাততালি দিয়ে বাহবা দিচ্ছে, নিজেদের কে বোঝাচ্ছে, "চোখে পড়ছেনা যদিও, তবে আছে, অন্তত থাকাটা কিছু বিচিত্র নয়"৷ আমাদের সতীর্থদের মধ্যেই এমন আচরণ দেখছি ৷ তারা বিবস্র, উলঙ্গ রানীকে বাহবা দিয়ে যাচ্ছেন ৷ আর আমার মত মুর্খরা দেখছি, রানী যত বেশি কথা বলছেন, তত বেশি বিবস্র প্রতীয়মান হচ্ছেন ৷

এ সময় আমাদের বড় বেশি প্রয়োজন সেই সব নিস্পাপ, মুর্খ, অর্বাচীন বালকদের, যারা গলা উচিয়ে রানীকে প্রশ্ন করবে " রানী তোর কাপড় কোথায় ?"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।