আমাদের কথা খুঁজে নিন

   

এখনই সময় দৌড়ানি দেওয়ার

বিচ্ছিন্নতাও একটা ভাবাবেগ যা মাকে প্রায়ই ভাবিত করে-জব্দ করে অহর্নিশ। !! তবু এটা নিয়েই বেঁচে আছি। ।

সরকারদল অবরোধ দিচ্ছে(অবরোধের শিকার),বিরোধী দল অনবরত আন্দোলন করছে। কেউই নাকি কিচ্ছু করছে নাহ,কিন্তু তারপরেও দেশে অভাবিত অহরহ মানবতা লঙ্ঘিত হচ্ছে।


শিল্প-সমৃদ্ধির পথ হুমড়ি খেয়ে পড়ছে। তবু থামছে না রক্তচোষার দলেরা। একের পর এক অযাচিত আকস্মিকতায় স্থবির হয়ে আছে সব কিছু। ।
কেউই নাকি কিছু করছে নাহ,তবু আমরা মরছি,একের পর এক মরছি,বীভৎসভাবে মরছি,করুনভাবে মরছি।

ক্রমাগত আর্তনাদের করুন-বিহগল ধ্বনিতে আকাশ-বাতাসও আজ বেদনায় বিহ্বল।



তবু নাকি আমাদের মরণবার্তা তাহাদের কানে পৌছায় না,নিস্ফলা প্রতিধ্বনি হয়ে আসে __আর্তচিৎকারে। আর শুয়োরের দল মেতে উঠে উল্লাসে, সার্থস্বিদ্ধির নতুন কৌশলের হিসাব-নিকাশে।

বঙ্কিমবাবুবলিয়াছিলেন___ ''যখন ঈশ্বরভক্তি ও সর্বলোকে প্রীতি তখন একথা বলা যাইতে পারে যে ঈশ্বরভক্তি ভিন্ন দেশপ্রীতি সর্বাপেক্ষা গুরুতর ধর্ম। ''

যেখানে সর্বলোকে প্রীতি নাই সেখানে দেশপ্রীতি আসসে কীভাবে?

তবু ওরা বেহায়ার মত দেশপ্রেমের বুলি ছেড়ে নির্বিচারে মিথ্যার বেসাতি সাজায়।

আর তাদের মিথ্যা আশ্বাসে আমরা সীমাহীন কল্পকথা সাজাতে আজও দ্বিধাবোধ করি না।

আশাহীনতার চরম শিখরে পৌঁছে গিয়েও আমরা আশা করতে ছাড়ি না,এমনই জাতি আমরা!
সমগ্র নিঃশ্বাসে যাকে গালি দেই,অতঃপর তাকেই সমর্থন দিতে হয়,এতটাই কর্পদকশূন্য আমরা। ফলে আমাদেরই সমর্থনপুষ্ট রক্ষকই দিনান্তে ভক্ষক সেজে আমাদেরই পিছু নেয়।

সত্যি বলছি চিন্তা করে দেখেন দৌড়ানি খেতে খেতে আমরা একদম ওইপাড়েই পৌঁছে গেছি। সামনে যাওয়ার পথ নাই আর।


এখনই সময় দৌড়ানি দেওয়ার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.