চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এক ছানা বিক্রেতা। নেত্রকোনার আটপাড়ায় নদী থেকে উদ্ধার করা হয়েছে বৃদ্ধের লাশ। এ ছাড়া জেলার মোহনগঞ্জে এক জরিপ কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর-সংলগ্ন কয়লাবাড়ি এলাকায় শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ছানা বিক্রেতা হযরত আলী। হযরত উপজেলার উমরপুর খোঁচপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এর আগে বন্দর এলাকায় ছয়টি পণ্যবাহী ট্রাকে একই দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানা গেছে। হযরত আলী সোনামসজিদ এলাকায় মিষ্টি তৈরির ছানা বিক্রি করে বাড়ি ফিরছিলের। এ সময় তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। গতকাল লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার : নেত্রকোনার আটপাড়ার সেতুর বাজার ব্রিজের নিচ থেকে গতকাল মগড়া নদীতে ভাসমান আবু চান নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। চান গোয়াতলা গ্রামের ইজ্জত আলীর ছেলে। এদিকে মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া-বিরামপুর ইউনিয়নে বাপেঙ্রে ত্রিমাত্রিক জরিপ টিমের অস্থায়ী তাঁবুতে জরিপ কর্মকর্তা গোফরান হোসেন হাওলাদারের রহস্যজনক মৃত্যু হয়েছে। অজ্ঞান অবস্থায় অপর কর্মকর্তা আবুল কাসেমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি জানান, জরিপ কর্মকর্তার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।