আমাদের কথা খুঁজে নিন

   

দুর্বৃত্তের গুলিতে নারী সাংবাদিক নিহত

আফগানিস্তানে বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন আজ। এর আগে গতকাল দেশটিতে দুর্বৃত্তরা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপির দুই নারী সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে আনজা নিয়েদ্রিঙ্গাউস নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী ক্যাথি গ্যানন। স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে গতকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্তবর্তী শহর খোস্তের কাছে একটি জেলায় পুলিশ সদর দফতরের ভেতরে পুলিশের পোশাকধারী ওই দুর্বৃত্ত দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়লে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন অন্যজন। সংবাদমাধ্যমগুলো বলছে, আজ বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে দেশটির সরকারের নিরাপত্তাব্যবস্থা জোরদারের মধ্যেই এ সহিংসতার খবর এলো। বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.