আমাদের কথা খুঁজে নিন

   

পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্রবন্দর

পটুয়াখালীর বামনাবাদ চ্যানেলে স্থাপিত হতে যাচ্ছে দেশের তৃতীয় সমুদ্রবন্দর। মন্ত্রীসভা কমিটি নতুন এ সমুদ্রবন্দর স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসেন ভঁূইয়া জানান, গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে 'পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন-২০১৩' খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। 'পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন-২০১৩' নতুন এ আইনটি চলতি অধিবেশনেই সংসদে উপস্থাপন করা হবে বলে সচিব আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, পায়রা নদীর ওপর হওয়ায় এর নামকরণ করা হয়েছে পায়রা বন্দর। এর প্রাক-সমীক্ষা জরিপ করা হয়েছে। এ আইনটি ৫ আগস্ট মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপিত হয়। সেদিন মন্ত্রিসভা কমিটি পর্যবেক্ষণসহ নীতিগত অনুমোদন দিয়েছিল। ইতোমধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর নীতিগত অনুমোদন দিয়েছে। এখন বিস্তারিত সমীক্ষা করা হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আওতায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপন করা হবে বলে মোশাররাফ হোসেন জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ৭০০ কিলোমিটার জুড়ে রয়েছে মাত্র দুটি সমুদ্রবন্দর। যা প্রয়োজনের তুলনায় সীমিত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.