জীবনের শেষ ম্যাচে সেঞ্চুরি, তারপর ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জয়, সিরিজ বিজয়। রাজার বিদায়টা যেন রাজকীয়ভাবেই হলো। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের ষোলকলাপূর্ণ হয়ে গেল। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে আর মাঠেই নামতে হয়নি প্রোটিয়া তারকাকে। মাত্র ৫৮ রানের টার্গেটে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ১-০ ব্যবধানে সিরিজ জিতে যায় স্বাগতিকরা।
জ্যাক ক্যালিসের বিদায়ী টেস্ট না হলে হয়তো টেস্টের সবটুকু আলোই পড়তো পেসার ডেল স্টেইনের ওপর। দক্ষিণ আফ্রিকার এই তারকা একাই তো ভারতকে হারিয়ে দিলেন। প্রথম ইনিংস ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৪ উইকেট। মোট ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। লঙ্কান সাবেক স্পিনার মুত্তিয়া মুরালীধরনের পর দ্বিতীয় বোলার হিসেবে দ্রুত ৩৫০ উইকেট শিকার করেন স্টেইন। সিরিজ সেরা হয়েছে এবি ডি ভিলিয়ার্স। কাল ভারতের শুরুটাই হয়েছিল দুঃস্বপ্নের মতো। দিনের প্রথম ওভারের প্রথম বলেই ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন ডেল স্টেইন। তারপর একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে ভারতের। তবে এক পাশ আগলে রেখেছিলেন অজিঙ্কা রাহানে। শেষ দিকে এক পাশ থেকে খেলতে খেলতে ৯৬ রানে পৌঁছে যান তিনি। কিন্তু ফিলান্ডারের দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হয়ে ৪ রানের আফসোস নিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। দ্বিতীয় ইনিংসে ২২৩ রানে অলআউট হয়ে যায় ভারত। দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় মাত্র ৫৮ রান। এই রান তাড়া করতে খুব একটা কষ্ট করতে হয়নি প্রোটিয়াদের। ১০ উইকেটে জিতে যায় তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।