আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াইটওয়াশ রক্ষা দক্ষিণ আফ্রিকার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে যে কয়টি সিরিজ খেলেছে পাকিস্তান, তার কোনোটিতেই জয়ের স্বাদ পায়নি। টানা হেরেছে। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে হেরেছিল সিরিজ। সিরিজ হারের তিক্ত স্বাদ নিয়েই মিসবাহ-উল হকের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা উড়ে যায় পাকিস্তান। ওয়ানডে সিরিজ শুরুর আগে এবারও মনে হয়েছিল সিরিজ জয় অধরাই রয়ে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু কেপটাউনে ২৩ রানে এবং পোর্ট এলিজাবেথে ১ রানে জিতে প্রথমবারের সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। গতকাল সেঞ্চুরিয়ানে হোয়াইটওয়াশের স্বপ্ন নিয়ে খেলতে নামে মিসবাহবাহিনী। কিন্তু স্বাগতিক প্রোটিয়াস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬.৫ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অবশ্য সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই সন্মানজনক অবস্থানে নিয়ে যান অধিনায়ক মিসবাহ ৭৯ রানের ইনিংস খেলে। পরে ১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। ৮৪ রানে চারজন আউট হওয়াতে তারা বেশ বিপদের মধ্যেই ছিল। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে হাতে ৪ উইকেট রেখেই জিতে যায় স্বাগতিকরা। এর ফলে হোয়াইটওয়াশ এড়াল তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.