আমাদের কথা খুঁজে নিন

   

রকেট ফ্লেয়ার ও গ্রেনেডসহ আটক শিবির কর্মী ক&#

রকেট ফ্লেয়ার ও গ্রেনেডসহ গ্রেফতার হওয়া শিবির কর্মী ফরিদ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ বলেন, 'ফরিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন এবং আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়েছে। আদালত উভয় আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার সময় নির্ধারণ করেছেন।' সদরঘাট থানার ওসি প্রণব চৌধুরী বলেন, বিস্ফোরক আইনে ফরিদকে একমাত্র আসামি করে শনিবার রাতে এসআই আনোয়ার বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই ভবেশ চন্দ্র বিশ্বাসকে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.