মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলিম ও খ্রিস্টান জাতিগোষ্ঠীর চলমান সহিংসতা গণহত্যায় মোড় নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা আদামা ডাইং। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডাইং ও কমিটির অন্য সদস্যরা নজিরবিহীন এই সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, এ অবস্থা চলতে থাকলে সেখানে বড় ধরনের গণহত্যার ঝুঁকি রয়েছে। কমিটি নিরাপত্তা পরিষদকে জানায়, বর্তমানে দেশটির সাড়ে চার কোটি মানুষের সহায়তা প্রয়োজন। গত বছরের মার্চ মাসে মুসলিম বিদ্রোহীরা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ফ্রান্সিস বোজেজিকে উৎখাতের পর সেখান থেকে প্রায় ১০ লাখ মানুষ বাড়ি থেকে পালিয়ে গেছে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।