আগেই বরে রাখি পোষ্টটি যারা উইন্ডোজ সেটাপ দিতে জানেন তাদের জন্য না। এটি হল নতুনদের জন্য। মানে যারা উইন্ডোজ দিতে জানেন না তাদের জন্য। নতুনদের জন্য সত্যি চমৎকার দুটি বই।
এমনভাবে বই দুটি লিখা হয়েছে স্ক্রীনশটসহ মনে হবে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে কেউ।
তাহলে আর দেরী না এখনি বই দুটি ডাউনলোড করে নিন। নিচে বই দুটির লিংক দিচ্ছি।
উইন্ডোজ এক্সপি ইনস্টলেশন গাইডটি এখানে ক্লিক করে নামিয়ে নিন। মিডিয়ফায়ার লিংক।
এবং উইন্ডোজ সেভেন ইনস্টলেশন গাইডটি এখানে ক্লিক করে নামিয়ে নিন।
মিডিয়ফায়ার লিংক।
কিছু সীমাবদ্ধতাঃ এক্সপি ইনস্টলেশন গাইডটি ইংলিশে লিখা। তবে কোন সমস্যা হবেনা কারণ যারা ইংলিশ ভালভাবে জানেন না নূন্যতম জানেন তারাও ভাল করে বুঝবেন স্পষ্ট স্ক্রীনশট দেওয়া আছে তাই।
আর উইন্ডোজ সেভেন ইনস্টলেশন গাইডটি দেখলে খুব সহজে উইন্ডোজ এইট-8 ও সেটাপ দিতে পারবেন কারণ দুটির ইনস্টলেশন প্রক্রিয়া প্রায় একি রকম।
বিঃ দ্রঃ বই দুটির কোনটিই কিন্তু আমার লেখা নয়, দুটিই সংগ্রহ করা।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন………………………..
আমার ব্লগে ঘুরে আসতে পারেন……………..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।