নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!
মুক্তিযুদ্ধের সময়কার অনেক ঘটনা নিজ চোখে দেখলেও বয়সের কারনে সরাসরি অংশ নিতে পারি নি। তবে স্বাধীনতার ঠিক পর পরই মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে যে সব চলচ্চিত্র নির্মিত হয়েছিল যেমন 'বাঘা বাঙালী', 'ওরা এগারোজন', 'আবার তোরা মানুষ হ' ছবিগুলোতে রাইফেল কিংবা স্টেনগান হাতে গভীর জংগলের মধ্যে বুক সমান পানি পার হয়ে পাকিস্তানি হায়েনা ও দেশীয় রাজাকারদের মোকাবেলা করতে দৃঢ়প্রত্যয়ে, শক্তচোয়ালে এগিয়ে যাওয়া মুক্তিসেনাদেরকে দেখে নিজেকে তাদের একজন মনে হতো। ডুব সাতার দিয়ে পাকি সেনা বোঝাই নৌকা ডুবিয়ে তাদের চুবিয়ে মারার দৃশ্য দেখে সিনেমা হলের মধ্যেই চিৎকার করে উঠা ছিল নিত্যকার ঘটনা। ত্রিশ লক্ষ শহীদ, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে কেনা আমার সেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ বিপদে। ক্রমেই তলিয়ে যাচ্ছে অন্ধকারের গহীনে।
বছরের প্রথম দিন থেকে অনির্দিষ্টকাল অবরোধের ডাক দেয়া হয়েছে। ঘর বাড়ী, ব্যবসা বাণিজ্য, গাড়ী জ্বালিয়ে দেয়া হচ্ছে। সুস্হ্য ভালো মানুষকে ঘর থেকে ডেকে নিয়ে গুম করে ফেলা হচ্ছে, প্রকাশ্যে গুলি করে মেরে 'গল্প' ফাদা হচ্ছে। ক্ষমতার লোভে মানুষের গনতান্ত্রিক অধিকার হরন করে ভুয়া জংগি জংগি করে হায়েনাদেরকে বলা হচ্ছে, আমন্ত্রণ করা হচ্ছে, এসো বোমা মারো, এদেশকেও বানাও আফগানিস্তান কিংবা ইরাক, পুতুল হলেও আমাকেই রেখো, ঠিক একজন হামিদ কারজাইর মতো।
সুতরাং কি করে আজ বলি বন্ধুরা, শুভ নববর্ষ ২০১৪! না আমি এই উইশটা অন্তত আজ করতে পারছি না।
শুধু কামনা করি, আজ সকল মানুষের বিবেক জাগ্রত হউক, খুব বেশী দেরী হবার আগেই। যে যেখানেই আছেন, ভাল থাকার চেষ্টা করবেন বন্ধুরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।