আদালতের কার্যক্রম চলাকালীন বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল ও বাধার মুখে এজলাস ছাড়লেন চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরী। এর পর আরও ১৬ আদালতের বিচারকরাও এজলাস থেকে নেমে যান। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনায় চট্টগ্রাম আদালত ভবন এলাকায় আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুুই পক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেন। এসময় আদালতে নিরাপত্তা জোরদার করতে আরও এক প্লাটুন অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। জানা যায়, বিরোধী দলের 'গণতন্ত্রের অভিযাত্রা' কর্মসূচি চলাকালে সুপ্রিমকোর্টে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা সারা দেশে আদালত বর্জন কর্মসূচির ডাক দেয়। চট্টগ্রাম আদালত সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটে এজলাসে ওঠেন সিএমএম। এ সময় অন্য মহানগর ও জেলা আদালতের ১৬ জন বিচারকও এজলাসে ছিলেন। সাড়ে ১১টার দিকে আদালত ভবনের দোতলায় মিছিল নিয়ে যান বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা। তারা এজলাসে সিএমএমকে দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে স্লোগান দিতে দিতে কক্ষে ঢুকে পড়েন। আইনজীবীরা উচ্চৈঃস্বরে এ সময় সিএমএমকে এজলাস থেকে নেমে যাওয়ার কথা বলেন। এ সময় এজলাস ছেড়ে সিএমএম খাস কামরায় চলে যান। সিএমএম এজলাস থেকে নেমে গেছেন- এ খবর ছড়িয়ে পড়লে তার অধীন ৭টি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন ৯টিসহ ১৬ আদালতের বিচারকরাও এজলাস থেকে নেমে পড়েন। তবে সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট আগে থেকেই এজলাসে ছিলেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।