সিরিয়ার বিরোধী জোট জানিয়েছে, জেনেভায় অনুষ্ঠেয় শান্তি আলোচনায় যোগ দিতে ইরানকে জানানো আমন্ত্রণ প্রত্যাহার না করা পর্যন্ত তারা এ আলোচনা বর্জন করবে। জাতিসংঘ মহাসচিব বান-কি মুন চলতি ওই শান্তি আলোচনায় ইরানকে আমন্ত্রণ জানিয়েছেন। বিরোধী জোটের মুখপাত্র লোয়াই সাফি তাদের টুইটারে বলেন, বান-কি মুন ইরানকে জানানো আমন্ত্রণ প্রত্যাহার না করা পর্যন্ত জি-২ (জেনেভা দ্বিতীয় শান্তি আলোচনা) শান্তি আলোচনায় অংশ গ্রহণ থেকে বিরত থাকবে তারা। উল্লেখ্য, ২০১০ সালের শেষের দিকে আরব বসন্তের ঢেউয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। প্রায় তিন বছরব্যাপী এই সংঘাতে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া দেশ ছেড়ে প্রায় ২০ লাখ মানুষ পালিয়ে গেছে এবং গৃহহীন হয়েছে অন্তত ৬৫ লাখ লোক। আল-জাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।