আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসায়ী নেতা আজাদের সঙ্গে দুই মন্ত্রীর স

এফবিসিসিআইর সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদের গাড়িবহরে পুলিশি হামলার পরে তুমুল সমালোচনার মুখে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সমঝোতা করেছেন সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী। গতকাল বিকালে প্রবাসী কল্যাণমন্ত্রীর কার্যালয়ে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১১ আগস্ট ওই পুলিশি হামলার পর এফবিসিসিআইর ভেতরে-বাইরে ব্যবসায়ী নেতারা দ্বিধাবিভক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট সমঝোতার এ উদ্যোগ নিয়েছিলেন এফবিসিসিআইর আরেক সাবেক সভাপতি আনিসুল হক।

গতকালের ওই সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, এ কে আজাদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া এ রহমান, ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান প্রমুখ। উল্লেখ, গত ১১ আগস্ট বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের জেলা কারাগার ও পৌরসভার সামনে এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদের শোভাযাত্রার গাড়িবহর ও সমর্থকদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে। প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এ কে আজাদ। এ ঘটনায় পুলিশ তখন বলেছিল, ট্রাফিক আইন না মানায় শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.