চন্দ্রাবতী একাডেমীর আজীবন সম্মাননায় ভূষিত হলেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। গতকাল বিকালে শাহবাগে বিসিএস একাডেমী মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের হাতে সম্মাননা স্মারক ও ১ লাখ টাকার পে-অর্ডার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিল্পী বীরেন সোমের ফুলেল শুভেচ্ছা ও সুলতানা কামাল কর্তৃক উত্তরীয় পরিধান করার মধ্য দিয়েই এ আয়োজনের সূচনা ঘটে। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী তার নামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, মুহিত শব্দের অর্থ হচ্ছে সাগর আর সেই সাগরের জন্য একটি বাতিঘরের প্রয়োজন, আর সেই বাতিঘরটিই হচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় তিনি আনিসুজ্জামানের সঙ্গে তার সুদীর্ঘ ষাট বছরের সম্পর্কের আলোকপাত করার পাশাপাশি স্মৃতি রোমন্থন করেন।
অনুষ্ঠানে আনিসুজ্জামানের জীবন ও কর্মের ওপর প্রকাশিত মাহফুজুর রহমান সম্পাদিত সম্পাদনা গ্রন্থ 'আকাশ আমায় ভরল আলোয়'-এর মোড়ক উন্মোচন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল ও অধ্যাপক গোলাম মুস্তাফা। উপস্থিত ছিলেন চন্দ্রাবতী একাডেমীর নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল, আকাশ আমায় ভরল আলোয় সম্পাদনা গ্রন্থের সম্পাদক মাহফুজুর রহমান। বক্তব্যে সুলতানা কামাল বলেন, গুণীদের তার জীবদ্দশায় সম্মাননা জানানোর প্রচলন এখনো আমাদের দেশে হয়নি। আনিসুজ্জামানকে তার জীবদ্দশায় সম্মানিত করেছে বলে চন্দ্রাবতী একাডেমীর প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল।
কাজী রওনাক হোসেন ও এম এ তাহেরের দ্বৈত আলোকচিত্র : চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্রশিল্পী কাজী রওনাক হোসেন ও এম এ তাহেরের 'ট্র্যাভেলগ' শীর্ষক দ্বৈত আলোকচিত্র প্রদর্শনী। ২০ সেপ্টেম্বর শেষ হবে এ প্রদর্শনী।
গঙ্গা-যমুনা নাট্যোৎসবে তিনটি নাটক : শিল্পকলা একাডেমীতে গঙ্গা-যমুনা নাট্যোৎসবের চতুর্থ দিন গতকাল জাতীয় নাট্যশালার তিন মিলনায়তনে তিনটি নাটক মঞ্চস্থ হয়। মূল মিলনায়তনে আরণ্যক নাট্যদলের 'ময়ূর সিংহাসন', পরীক্ষণ থিয়েটার হলে সময় নাট্যদলের 'ভাগের মানুষ' ও স্টুডিও থিয়েটার হলে ইউনিভার্সেল থিয়েটারের 'মহাত্দা'।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।