আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপি নিউ ইয়ার বিদেশে

নতুন বছরটি বিদেশের মাটিতেই বরণ করলেন চলচ্চিত্রের শীর্ষ চার তারকা। এর হলেন-শাকিব খান, ফেরদৌস, অনন্ত ও বর্ষা। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর দুপুর ১২টার ফ্লাইটে সিঙ্গাপুর গেলেন শাকিব খান। ৩০ ডিসেম্বর বেলা ১১টায় থাই এয়ারওয়েজ যোগে ব্যাংকক যাত্রা করেন অনন্ত ও বর্ষা। ২৩ ডিসেম্বর কলকাতা যান ফেরদৌস।

তারা সবাই বিদেশে বসে ২০১৪ সালকে স্বাগত জানান। যাওয়ার আগে শাকিব জানান, সিঙ্গাপুরে থার্টিফাস্ট নাইট উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান ও মেডিকেল চেকআপের জন্যই সেখানে তার যাত্রা। ৭ জানুয়ারি দেশে ফিরবেন তিনি। অনন্ত-বর্ষা জানান, তারাও প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে নতুন বছরের নানা অনুষ্ঠানে যোগ দিতে থাইল্যান্ড গেছেন। ব্যাংকক, চিয়াংমাই, ফুকেটসহ থাইল্যান্ডের বেশ কয়েকটি অঞ্চলে অনুষ্ঠান শেষ করে ৫ জানুয়ারি দেশে ফিরবেন তারা।

ফেরদৌস জানান, টালিগঞ্জের 'সাঁজের জোনাকী' চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতেই কলকাতা গেছেন তিনি। শুটিং শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা ফিরবেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.