আমাদের কথা খুঁজে নিন

   

পারসন অব দ্যা ইয়ার (২০১৩)

নতুন কিছু করতে ভাল লাগে,তাই নতুন কিছু করার চিন্তা করি ।।


TIME:
বিশ্ববিখ্যাত টাইম সাময়িকীর দৃষ্টিতে ২০১৩২ সালে ‘পারসন অব দ্যা ইয়ার’ হয়েছেন পোপ ফ্রান্সিস। তার আগে ১৯৬২ সালে পোপ জন এবং ১৯৯৪ সালে পোপ জন পল টাইম সাময়িকীর পারসন অব দ্যা ইয়ার নির্বাচিত হয়েছিলেন। ২০১৩ সালে টাইম ম্যাগাজিনের পারসন অব দ্যা ইয়ার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন- সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং মার্কিন সিনেটর টেড ক্রুজ।


GUARDIAN:
ব্রিটিশ প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানের ২০১৩ সালের ‘পারসন অব দ্যা ইয়ার’ নির্বাচিত হন মার্কিন নিরাপত্তা সংস্থার (NSA) গোপন তথ্য প্রকাশকারী সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। যুক্তরাজ্যের প্রভাবশালী এ দৈনিকটি প্রতি বছরই পাঠকের ভোটে সেরা ব্যক্তিত্ব নির্বাচন করে থাকে। এতে মোট দুই হাজার পাঠক ভোট দেয়। গার্ডিয়ানের ১০ জনের তালিকায় যারা ছিলেন তাদের ভোট সংখ্যা হল-
Edward Snowden -1,445
Marco Weber and Sini Saarela- 314
Pope Francis- 153
Jack Monroe- 144
Waris Dirie- 69
Satoshi Nakamoto- 33
Kanye West- 28
Andy Murray- 22
Elon Musk- 11


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.