♥♥ যিকিরে মোস্তফা সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম । ♥♥ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ,♥ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ।♥ নূর নবী এসেছে,নূর নিয়ে এসেছে তাই বলে আজ কূল কায়েনাত খুশির ঢেঊয়ে ভেসেছে।♥ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ,♥ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ।♥ যার কারণে সৃজন হল চন্দ্র সূর্য তারকা,♥ যার কারণে লৌহ কলম, এমন যে তার মর্যাদা।♥ দোঁজাহানের বাদশাহ নবী রাহমাতাল্লিল আলআমিন,♥ সৃষ্টিকূলের প্রাণের শাফিঊল মুজনবীন।♥ নূর নবী এসেছে,নূর নিয়ে এসেছে♥ তাই বলে আজ কূল কায়েনাত খুশির ঢেঊয়ে ভেসেছে।♥ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ,♥ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ।♥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।