আমাদের কথা খুঁজে নিন

   

ও মহাজন-- করব না আর তোর জিকির, চাষ করেছি সংগ্রাম......

ট্রেনের নিচে গলাকাটা লাশটা আমার'ই হয়ত, ডাস্টবিনের গন্ধে তুস্টি খুজেছিলাম, পাইনি।

হৃৎপিণ্ড - ০৭ ও মহাজন-- করব না আর তোর জিকির চাষ করেছি সংগ্রাম, আমার শষ্য বাঁচবে এবার ঝরলে ঝরুক কৃষক প্রাণ। খেয়েছিস মুকুল আদরের শাঁস ভোর দেখে যা চাতক চোখ, ফেঁপেছে রে মানব সায়র কোথায় যাবি নপুংশক। পঙ্গপালের দিন ঘুনে খায় চাষ করেছি কীটনাশক, বাড়তে থাকে চারার বয়স ধেয়ে আসে তোর মরণ শোক। গলছে এবার শোষক মেদ ঝুলছে রুগ্ন শিশু স্বপন, ঝরছে ধুসর জাগতিক ঘাম টলছে ঐ অপয়া আসন। নিয়ে যা তোর নেশার রাজ্য সঞ্চয় আমার এই দুহাত, পেশীর ঘামে আমরা মাতাল কাল ভোরে তুই দেখবি করাত। উঠেছে রে নতুন সূর্য্য শষ্য ভরা সংগ্রাম, স্বাধিনতার ভেজা ঠোঁটে আদর মাখে মানব প্রাণ। ১১.০২.২০১১ ইং কোরিয়া, তংইয়ং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.