আমি দেখেছি কি করে স্বপ্ন ভঙ্গ হয়; আমি দেখেছি মুক্ত গাঙচিল বসে কাঁপে থর-থর যেন স্বপ্ন হারানোর ভয়। আমি দেখেছি তিলে তিলে গড়া স্বপ্ন হতে নিমেষেই ধ্বংসস্তূপ আমি দেখেছি সেদিনের ওয়েসিস আজ ভীষণ মৃত্যুকূপ। আমি দেখেছি কি করে স্বপ্ন ভঙ্গ হয়; আমি দেখেছি কি করে অক্ষয় বিশ্বাস নিমেষেই হয় ক্ষয়। আমি দেখেছি কি করে স্বপ্নের নদী বয়ে চলে নিরবধি; আবার দেখেছি নতুনের আগমনে পুরনোর সমাধি। তাই আজ বেলা শেষে আমি এক কাপুরুষ স্বপ্নচারী; আমারি গড়া গোলকধাঁধায় বৃথাই ঘুরিয়া মরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।