তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।
মরুর মতো বালির ঢিবি মোড়ানো রাস্তা ;
ছোট ছোট খেজুর গাছ এখানে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে
গোধূলীকালে এক অনাবিল মনোরম পরিবেশ
উপহার দেয় দু' স্বপ্নচারীকে!
কাঁচা সড়কটি ধরে উদার প্রান্তর মাড়িয়ে
সামনে পা বাড়ায় ;
মন হালকা হয়।
ব্যস্ততা আর কুঁড়ে খাওয়া সমাজের বিষবাষ্প থেকে
শালিকজোড়া পাখা মেলে মুক্ত আকাশে।
ডানা মেলে বিশালতায়।
গাছঘেরা পুকুর পাড়টি একটি পুকুরের স্বপ্ন ঘুচায়!
হাঁটতে হাঁটতে টিলার উপর এসে
মহাসড়কে মুগ্ধ দুজন।
বিকশিত পথটি কি সুন্দর, কি বিচিত্র!
চারপাশে সবুজের এক অপরূপ স্নিগ্ধতায়
স্বপ্নচারী মন আশ্রয় নেয় কল্পলোকের বাস্তবতায়!
মনের পাগলামিতে হৃদয়ে বৃত্তাবর্ত দু'জন,
স্বপ্নঘেরা স্বপ্ন নিয়ে
ছুটে চলে ভালোবাসার আঙিনায় .....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।