সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............
একজন স্বপ্নচারী মানুষঃ
একজন স্বপ্নদ্রষ্টা মানুষের নাম আবদুল্লাহ আবু সায়ীদ। যিনি স্বপ্ন দেখেন আলোকিত মানুষে পরিপূর্ণ একটি সমৃদ্ধতর বাংলাদেশের। একটা সময় যখন এদেশের মানুষের সুস্থির জীবনের পতন ঘটছিল, নিমগ্নতা নিম্নমুখী হচ্ছিল ঠিক সেই সময় আবদুল্লাহ আবু সায়ীদ এগিয়ে এসেছেন দুর্দিনের কান্ডারিরূপে। কাঁধে তুলে নিয়েছেন আলেকিত মানুষ গড়ার দায়িত্ব। দেশে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বলেন, "আলোকিত মানুষ" একটা স্বপ্নের নাম।
তিনি এই স্বপ্নের কাছে যাওয়ার চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় যেতে পেরেছেন। অনেক জায়গায় যেতে পারেননি। ভেতরে অনেক অন্ধকার এখনো বর্তমান। কিন্তু তিনি মনে করেন অন্ধকারটাও গুরুত্বপূর্ণ।
কারণ ওটা মানুষের আলোকিত হওয়ার প্রেরণা, উৎস।
বিশ্বসাহিত্য কেন্দ্র হচ্ছে আলোকিত মানুষ গড়ার সূতিকাগার। যার মাধ্যমে আবদুল্লাহ আবু সায়ীদ তার স্বপ্ন বাংলাদেশের কোণায় কোণায় পৌঁছে দিচ্ছেন। আলোর দিশারী এই মানুষটি তার এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিলে তিলে। তার নিরলস পরিশ্রমের ফলেই বিশ্বসাহিত্য কেন্দ্র বর্তমান ব্যাপকতা লাভ করেছে।
বিশ্বসাহিত্য কেন্দ্র কোনো গদ-বাধা, ছক-কাটা প্রাণহীন শিক্ষা প্রতিষ্ঠান নয়। বরং একটি সপ্রাণ সজীব পরিবেশ, জ্ঞান ও জীবন সংগ্রামের আনন্দ-দ্বৈরথে নিরন্তর অবগাহন সেরে সম্পূর্ণতর মনুষ্যত্বে ও উন্নততর আনন্দে জেগে ওঠার এক অবারিত পৃথিবী। আর আবদুল্লাহ আবু সায়ীদ সেই আলোকিত মানুষটির নাম যার হাত ধরে গড়ে উঠেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। তিনি "নিজেই নিজের প্রদীপ হও"- নীতিতে বিশ্বাসী। আর বিশ্বসাহিত্য কেন্দ্র সেই প্রদীপ প্রজ্জলনে সহযোগিতা করে।
আবদুল্লাহ আবু সায়ীদ স্বপ্ন দেখেন একদিন বাংলাদেশের প্রতিটি মানুষ হবে সম্পন্ন, সমৃদ্ধ। যাদের আলোয় আলোকিত হবে গোটা বাংলাদেশ। আসুন আমরাও সেই সুন্দরতম স্বপ্নের সহযাত্রী হই।
এক নজরে বিশ্ব সাহিত্য কেন্দ্রঃ
বিশ্বসাহিত্য কেন্দ্রের সূচনাঃ-
১৭ ডিসেম্বর ১৯৭৮
আনুষ্ঠানিক উদ্ভোধন
৬ মার্চ, ১৯৮০
সাংগঠনিক অবস্থানঃ
জনকল্যাণধর্মী ট্রাস্ট
ট্রাস্টিবোর্ড
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (সভাপতি)
সন্মানিত পৃষ্ঠপোষকগণঃ-
মোহাম্মদ ফরিদউদ্দিন
ডঃ হাবিবুল্লাহ
এ কে এম রফিকউদ্দিন
ডঃ জামিলুর রেজা চৌধুরী
লুৎফর রহমান সরকার
মাহবুব জামিল
ড. আতিউর রহমান
খোন্দকার মোঃ আসাদুজ্জামান
বর্তমান বইয়ের সংখ্যাঃ
১৪,৮২০০০
বিভিন্ন প্রকার দেশী বিদেশী জার্নালঃ
প্রায় দশ লক্ষ।
সারা দেশে বর্তমান নিয়মিত পাঠকঃ
প্রায় দশ লক্ষ।
শ্লোগানঃ
আলোকিত মানুষ চাই
বিশ্বসাহিত্য কেন্দ্র
১৪, কাজীনজরুল ইসলাম এভিনিউ,
বাংলামটর,
ঢাকা-১০০০।
ফোনঃ ৮৬১৮৫৬৭, ৯৬৬০৮১২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।