চাই। চলছে দারুন ঈদের বাজার হাত টা বাড়ালেই সবকিছু, মজুত চাই শুধু টাকার। বাহারি রং আর ডিজাইনের অপরুপ সমাহার সবগুলো এসেছেই নতুন নামটাও জব্বর জম-জমাট বিপনিগুলো এলাহি কারবার। ছোট-বড় , ছেলে-মেয়ে সকলের, বাহারি রং আর ঝাক্কাস ডিজাইনের জামা,কুর্তা, শাড়ী এত্ত বেশী চয়েস্-টাই ধকলের। সাজিয়ে পসড়া দোকানিরা বসেছে দিন-রাত একাকার, ভিড়ে সব জেরবার তবু কিনে কিনে খুশি সবে, যেন শহরটাই হেসেছে। সময়টা গড়িয়ে এগিয়ে আসে ঈদটা , শুয়ে-বসে ভাবি শুধু আমি দিবা-রাত্রী,কি আর করব ভেবে ভেবেই সময়টা শেষ হল, হারাম করে নিদটা। হয়তোবা এভাবেই ভাবনা ভাবতেই আকাশেতে উঠবে চাঁদ বাঁকা, দাপা-দাপি ,ছটফটানি লাভ হবে না কিছুতেই কিবা করব আমি পকেট টাই যে ফাঁকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।