আমাদের কথা খুঁজে নিন

   

ভাষায় ভাষায় ভালোবাসায় এত দ্বন্দ্ব__শাফিক আফতাব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

যদি আমরা শান্তিতে নির্বিঘ্নে ঘুমাই, যদি কোনো দ্বন্দ্ব-সংঘাত না থাকে,
যদি না থাকে জবরদখল, আগ্রাসন, ক্ষমতার লড়াই__তবে না-কি পৃথিবী থেকে যাবে ?
পৃথিবীর হবে গতীহীন এক বৃৃৃৃদ্ধ বলদ ?

তাই মানুষ বিরোধে জড়িয়ে আনন্দ পায়,
পরকীয়া বিছানায় পায় পৃথিবীর তাবৎ সুখ,
মিথ্যা, দ্বন্দ্ব, স্বার্থ, ক্ষমতা আর ভোগের বিলাসই পৃথিবীকে নিত্য সচল রাখে,
তাই না-কি এত যুদ্ধ, বোমারু বিমানের পায়তারা, ভাষায় ভাষায় ভালোবাসায় এত দ্বন্দ্ব ?
তাই এত অফিস আদালত, বিচার, এত ছুটে চলা।

পৃথিবীকে সচল আর গতিশীর করতে তাহলে ইতর মানুষের ভূমিকাই অগ্রগণ্য,
ভদ্র আর মার্জিত মানুষগুলিই নগণ্য,
তাহলে ভালোবাসার ফুলগুলিই ঝরে পড়ে ?
কামনার ফুল দিয়ে উৎসব হয় ?

এসব জটিল প্রশ্নের সমাধান জানেন ইতর মানুষের দল,
তা না হলে তারা এত কেনো পাশবিক, হিংস্র, তাদের এত কেনো ছোবল ?

(ভাষায় ভাষায় ভালোবাসায় এত দ্বন্দ্ব)
নিসর্গ : ঢাকা
জানুয়ারী ৪, ২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.