∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞
১.
কাঁচবৃষ্টি হচ্ছে। সেই সূর্য ডোবার পর থেকেই। চাঁদের গায়ে আজ ঘুমকামারীর রেশমি পর্দা। অগনিত নক্ষত্ররাজগন অযুতকোটি হাত লম্বা রেশমি পর্দা জড়িয়ে মগ্ন হয়ে আছে, কাচ বৃষ্টি দেখবে বলে। কাঁচ বৃষ্টি হচ্ছে।
সেই সূর্য ডোবার পর থেকেই। নগরে হুটোপুটি-লুটোপুটি কাঁচবৃষ্টি হবে বলে। পথে থেকে প্রাসাদে অপরাধ জড়িয়ে থাকে, পাপের মুখোশ থাকে প্রতিটি লোমকূপে। কাঁচ বৃষ্টি ধূয়ে নিচ্ছে সব।
২.
ক্রুশ বিদ্ধ যীশু রোজকার মতো ক্যালেন্ডারের পাতায় ঝুলে আছে।
যেন আজীবন ঝুলে থাকবার জন্যই জন্মেছিল। হাত উঁচিয়ে আধাঁর চোখ নিয়ে বুদ্ধ বসে আছে সেই কবে থেকে। জানিনা কতকাল রবে। আছে অমর প্রেম যুগল রাধামাধব জানিনা আর কতকাল রবে। আরেকটা অবতার আসুক কিংবা নিরো বাঁশি বাজাক আর একবার।
৩.
এখনো উৎসুক হয় চোখ! চিঠিতে। দুর্নিবার আকর্ষন জাগে। তার গর্ভে কি আছে?
কথাগুলো বর্ণ থেকে শরীরে আসে। বাসা বাঁধে।
মনরোগ।
কি আছে এতে? উৎসুক জনতা, ধর্ষণের পর দুর্নিবার আকর্ষন। কমাকলা কি আছে এতে? উৎসুক পিতা, কি আছে গর্ভে? বীজ বপনের একশত আশিদিন পর!
এখনো উৎসুক জনতা! কে মরবে এরপর? একদল মানুষ ধর্মান্ধ অপেক্ষায় রয়েছ যখন খুড়বে কেউ অজানা কবর!
রচনাকাল:
মধ্যরাত -২ রা জানুয়ারী-২০১৪ খ্রিঃ
আত্রাখালি প্রেস, সুসং নগর
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
উৎসর্গ-
স্মরণ করছি ব্লগ জাদুকর ইমন জুবায়েরকে। আর কখনই পাবো না এই নক্ষত্রকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।