রাজশাহী-৩ আসনের পবা উপজেলার নলখোলা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও ১৪ দলের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে ১৪ দলের নেতাকর্মীরা জামায়াত সমর্থকদের ৫০টি দোকানপাট ও ১০টি বাড়িঘর ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বেলা পৌনে ১টার দিকে নলখোলা ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবিরকর্মীরা।
এসময় পুলিশ তাদের লক্ষ্য করে শর্টগানের গুলি ছোড়ে। তারাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় ১ ঘণ্টা সংঘর্ষের পর জামায়াত-শিবিরেরকর্মীরা পিছু হটতে বাধ্য হয়।
তাক্ষণিক ওই ভোটকেন্দ্রের ভোট প্রদান বন্ধ হয়ে যায়। এর পরপরই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ভোটকেন্দ্রের আশপাশে জামায়াত-শিবির সমর্থকদের ৫০টি দোকান ও ১০টি বাড়িঘর ভাঙচুর করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।