বর্তমান রাজনৈতিক সহিংসতা চলতে থাকলে আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষ পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ রবিবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ইইউ'র রাষ্ট্রদূত উইলিয়াম হান্না।
তিনি বলেন, আমরা বাংলাদেশের নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। কিন্তু এজন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন।
হান্না বলেন, আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। এরকম পরিস্থিতি চলতে থাকলে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি বিবেচনায় আনতে হবে এবং এতে বর্তমান রাজনৈতিক বিষয়টিও বিবেচনায় আনা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।