যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
বান্দার ১০০ দিন নাকি স্রস্টার ১ দিন।
অামি বড় েকান স্রস্টা না হলেো মহান স্রস্টার কৃপায় েছাট খাটো িকছু েমৌলিক লেখা সুষ্টির েচষ্টা চালাচ্ছি।
ব্লগে িলখছি অনেক দিন হল। অথচ প্রথম পাতায় এখনো েকান েলখা প্রকাশ পায়নি। জানি পর্যবেক্ষক সােহব অাড়ালে বসে বসে পর্যবেক্ষণ করছেন। একসময় অামাকে প্রথম পাতায় দেয়াো হবে। কিন্তু অামার যে অার তর সইছে না !
মহামান্য পর্যবেক্ষক সাহেব, দয়া করুন !
অনেক িদন েতা দেখলেন !
এবার হতভাগা জুিনয়র স্রস্টাকে কিছু লেখার সুযোগ করে িদন।
দয়া করে অামাকে সংকলিত পাতায় স্থান দিন, নয়তো সং(কলঙ্ক) হয়ে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।