আমাদের কথা খুঁজে নিন

   

বেহায়াপনা বোধকরি জ্বিনগত বৈশিষ্ট্যঃ শেষ হোক চেতনার ডকট্রিন

ভাই, অফ যা, আর কান্দিস না।


ন্যাংটার থাকেনা ইজ্জতের ভয়। আওয়ামীলীগের থাকেনা।

আওয়ামীলীগ একট চরম নৈরাজ্যবাদি দূর্বৃত্তের দল। যাদের লজ্জাবোধ নেই।

স্বৈরতন্ত্র প্রতিষ্টার প্রহসন এ দেশের মানুষ ঘৃনাভরে প্রত্যাখান করেছিল। এরপর তারা দেখল কিছু দূর্বৃত্তের নির্লজ্জ ভোট ডাকাতি, স্পর্ধা, বেহায়াপনা।

এই দূর্বৃত্তরা জনগনকে মশা-মাছির সাথে তুলনা করে। কপাল প্রতিশোধ নেয়, তাদের সাজানো নির্বাচনে মশা-মাছিও আজ যায়নি। গিয়েছিল কিছু লীগ, কিছু শয়তান।

শতাধিক ভোট কেন্দ্রে একটি ভোটও পড়েনি। ৪টি-৬টি-১০টি করে ভোট পড়েছে। চেতনার আজকে দুরবস্থা।

৪-৬-৮ টি করে ভোট পড়া ইলেকশনে তারা ভোট কাস্টিং দেখায় ৫০%, বিজয়ীরা লাখে লাখে ভোট পেয়ে বিজয়ী। মরুভূমিতে পথিক যেমনে পানি খুজে আজ সারাদিন কেন্দ্রগুলোয় ভোটার খোজা হইছে।

তবুও লাখে লাখে ভোট কাস্টিং দেখানো হচ্ছে।

এত বেহায়াপনা মানুষের গর্ভে জন্মানো মানব সন্তানের দ্বারা সম্ভব না।

এই শুয়োর প্রজাতির নির্লজ্জ্বতা, বেহায়াপনা, ডাকাতি, ঔদ্ধত্য আমরা অনেক দেখলাম

দেখলাম একজনের চার শত পচাত্তর টি ভোট দেয়া।

দেখলাম ১০-১১ বছরের শিশুদের ভোট দেয়া।

দেখলাম ১৮ এর কম বয়সীদের ভোট দেয়া।



দেখলাম বড় ভাইদের নির্দেশে লাইনে দাডানো

ভোট দিয়ে এসে আবারো লাইনে দাঁড়ানো।

দেখলাম জাল ভোট দেয়ার মহোৎসব।


এর পর দেখলাম ভারতের নির্বাচনের ছবি, সিটি কর্পোরেশনের নির্বাচনের ছবি দিয়ে চেতনাবাজদের মিথ্যা কথা বলা।

অবশেষে লাখে লাখে গায়েবী ভোটের হিসেব দেয়া।

এরপর চেতনাসমর্থকদের ডক্ট্রিন।

মানুষের ভোটাধিকার হরন করে, মৌলিক অধিকার হরন করে এসব দূর্বৃত্ত পাচ বছর ক্ষমতায় থাকতে চায়।

ব্যাক্তিগতভাবে, অনেক আক্রমনাত্বক স্বভাবের হলেও এদের ঔদ্ধত্য দেখে হতবাক হয়ে যাই।

এদের কথা হইলো, দেশের ১৫ কোটি মানুষ ধংস হয়ে যাক, আওয়ামী লীগ নামক দূর্বত্তেদের নৈরাজ্য বলবৎ থাকতে হবে।

গ্রাম বাংলায় প্রচলিত প্রবাদ, মানুষ না আওয়ামী লীগ।

আসলেই এই প্রজাতি মানুষ হতে পারেনা।

অথবা মানুষের দ্বারা এতটা বেহায়াপনা দেখানো সম্ভব না।

লীগ হলো একটা বিশেষ প্রজাতির প্রানী। এরা দেখতে মানুষের মত, হয়তো বিবর্তনের ধারায় মানুষের মত আকৃতি পেয়েছে। অথবা ওদের বিশেষ জ্বিনগত বৈশিষ্ট্য আছে।

যার কারনে ওরা কল্পনাতীত নির্লজ্ব।





অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.